ফাংশন (Function) কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “ফাংশন (Function) কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ফাংশন (Function) কাকে বলে?
কোন ফর্মুলা গঠন করে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ কোন কাজ করা বা পরিগণনা করাকে ফাংশন বলে। ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফাংশন। ধরা যাক, D1, D2, D3, D4, D5 এর যোগফল বের করতে হবে। এখন D1 + D2 + D3 + D4 + D5 লিখে এন্টার করার চেয়ে = Sum (D1:D5) লিখে এন্টার করলে সময় বাচেঁ এবং ভুল হবার সম্ভাবনাও কম। এখানে Sum = (D1:D5) হলো ফাংশন।
বিভিন্ন ধরনের ফাংশন
- ডেটাবেস ফাংশন (Database Functions)
- টেক্সট ফাংশন (Text Functions)
- অর্থনৈতিক ফাংশন (Financial Functions)
- ইনফরমেশন ফাংশন (Information Functions)
- পরিসংখ্যান ফাংশন (Statistical Functions)
- তারিখ এবং সময় ফাংশন (Date & Time Functions)
- লুকআপ এবং রেফারেন্স ফাংশন (Lookup and Reference Functions)
- লজিক্যাল ফাংশন (Loogical Functions)
- গণিত সংক্রান্ত ফাংশন (Mathematical Functions)
পরিসংখ্যান ফাংশন (Statistical Functions)
ওয়ার্কশীটে বিভিন্ন সেলে লিখিত সংখ্যা সমূহের যোগফল, গড়, মোট সংখ্যার সংখ্যা, সর্ববৃহৎ ও সর্বনিম্ন সংখ্যা প্রভৃতি নির্ণয় করার জন্য কয়েকটি ফাংশন রয়েছে।
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ফাংশন (Function) কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।