গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি? [2023]

গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।

 তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি?

গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি?

জিপিএস (GPS) এখনকার সময়ের এক অন্যতম প্রযুক্তি। এর মাধ্যমে রাস্তাঘাট চিনে চলাফেরা করা যায় এবং সঠিক নির্দেশনার মাধ্যমে গাড়ি চালানো যায়।

জিপিএস এর পূর্ণরূপ হলো Global Positioning System। বর্তমানে মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচেয়ে আধুনিক ব্যবহার হচ্ছে জিপিএস (GPS)।

জিপিএস দিয়ে যেসব কাজ করা যায় তা হলো: জিপিএস দিয়ে কোনো একটি নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায়। এছাড়া ঐ স্থানের উত্তর দিক, তারিখ ও সময় জানা যায়।

জিপিএস এর কার্যনীতি 

জিপিএস তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। এই তথ্য সংগ্রহের জন্য জিপিএস-এর মোটামুটি মেঘমুক্ত পরিষ্কার আকাশের প্রয়োজন হয়। তখন জিপিএস যন্ত্রটি সঠিকভাবে কাজ করতে পারে। 

কোনো কোনো সময় উঁচু খাড়া পাহাড়, উঁচু ইমারত থাকলে তখন জিপিএস দ্বারা সেই স্থানের অবস্থান নির্ণয়ে সমস্যার সম্মুখীন হতে হয় এবং এতে সময় বেশি লাগে।

জিপিএস এর সুবিধা : প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের মধ্যে ভূগোলবিদদের জন্য জিপিএস একটি মূল্যবান যন্ত্র হিসেবে পরিচিতি পেয়েছে। এ যন্ত্রের সাহায্যে মুহূর্তের মধ্য আমরা কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘীমাংশ থেকে শুরু করে সব বিষয়ে জানতে পারছি। 

বিশেষ করে আমাদের দেশে ভূমির জরিপের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এখন আমরা জিপিএস এর মাধ্যমে ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করতে পারব। এতে করে সময় অনেক কম অপচয় হবে। 

যে কোনো দুর্যোগকালীন সময়ে আমরা এই জিপিএস এর মাধ্যমে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘীমাংশ জানতে পেরে তার সঠিক অবস্থান জেনে সেখানে সাহায্য পাঠানো যায়।

জিপিএস এর অসুবিধা : জিপিএস এর সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। তা হলো এর মূল্য বেশি তাই সহজলভ্য নয়, বেশির ভাগ জনগণ এর সঙ্গে পরিচিত নয়, বেশির ভাগ লোক এটি চালাতে পারে না। এছাড়া রয়েছে সনাতনী পদ্ধতি না ছেড়ে দেওয়ার প্রবণতা।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে গ্লোমেরুলাসজিপিএস (GPS) কি? জিপিএস এর কাজ, সুবিধা ও অসুবিধা কি? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন