হোম পেজ (Home Page) কাকে বলে? হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “হোম পেজ (Home Page) কাকে বলে? হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
হোম পেজ (Home Page) কাকে বলে?
ওয়েবে প্রথম ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হোম পেজ (Home Page) বলে। হোম পেজের মাধ্যমেই নিজেদের পরিচয়, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দর্শকদের সঠিক ধারণা দেয়া হয়।
সাধারণত হোমপেজের অধীনে একাধিক পেজ থাকে এবং সব পেজের তালিকা ইনডেক্স আকারে হোমপেজের মধ্যে প্রদর্শিত থাকে। এই ইনডেক্স থেকে জানা যায় যে ওয়েবসাইটটিতে কতগুলো মেইন সেকশন আছে।
হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ
হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ
হোম পেজের মধ্যে খুব বেশি তথ্য না দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।
দর্শকদের বিভ্রান্তি এড়ানোর জন্য এখানে শুধু মূল ধারার পেজের লিংক দেওয়া উচিত।
আশা করি “হোম পেজ (Home Page) কাকে বলে? হোম পেজের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ