H₂SO₄ নিরুদক ধর্ম: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “H₂SO₄ নিরুদক ধর্ম” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
H₂SO₄ নিরুদক ধর্ম
গাঢ় সালফিউরিক অ্যাসিড নিরুদক হিসেবে ব্যবহার করা হয়।
একটি অ্যালকোহল যেমন- ইথানল এর সাথে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে এক অণু পানি শোষণ করে ইথিন উৎপন্ন করে।
C₂H₅OH + H₂SO₄ ---->CH₂=CH₂ + H₂O
আবার, চিনির মধ্যে গাঢ় সালফিউরিক এসিড যোগ করলে, গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনি থেকে পানি অণু শোষণ করে। এজন্য চিনি কালো বর্ণের দেখায়।
C₁₂H₂₂O₁₁ + H₂SO₄ -----> 12C + H₂SO₄.11H₂O
যেহেতু সালফিউরিক এসিড পানি শোষণ করতে পারে, কাজেই বলা যায় সালফিউরিক এসিড একটি নিরুদক।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে H₂SO₄ নিরুদক ধর্ম বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”