Impedance কাকে বলে?- বিস্তারিত

Impedance কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “Impedance কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

Impedance কাকে বলে?

Impedance কাকে বলে?

তড়িৎ প্রবাহকালে যা তড়িৎকে বাঁধা প্রদান করে তাকে Impedance বলে। ধারক, আবেশক, রোধক তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি করে। Impedance কে সাধারণত z দ্বারা প্রকাশ করা হয়। এর একক হলো (Ohm)।

পদার্থবিজ্ঞান (Physics) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। সরণ ভেক্টর কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে।

প্রশ্ন-২। অবস্থান ভেক্টর কাকে বলে?
উত্তরঃ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে।

প্রশ্ন-৩। এমআরআই যন্ত্র কিসের উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ এমআরআই যন্ত্র নিউক্লীয় চৌম্বক অনুনাদ বা Nuclear Magnetic Resonance এর ভৌত এবং রাসায়নিক নীতির ওপর ভিত্তি করে কাজ করে।

প্রশ্ন-৪। ১ (এক) ওহম কাকে বলে?
উত্তরঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে ১ সেকেন্ডের জন্য ১ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার সময় বাধার কারণে যদি ১ জুল কাজ সম্পন্ন হয় বা ০.২৪ ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তবে ঐ পরিমাণ বাধাকে ১ (এক) ওহম বলে।

প্রশ্ন-৫। এনজিওগ্রাফি কেন করা হয়?
উত্তরঃ এনজিওগ্রাফি করার কারণগুলো হলো–
১. হৃদপিন্ডের বাইরের ধমনীতে ব্লকেজ হলে।
২. ধমনী প্রসারিত হলে।
৩. কিডনিতে ধমনীর অবস্থা বোঝার জন্য।
৪. শিরার কোন সমস্যা হলে এনজিওগ্রাফি করা হয়।

প্রশ্ন-৬। পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের চাবিকাঠি বলা হয় কেন?
উত্তরঃ পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা, যার নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত্তি তৈরি করেছে। এ জন্য পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের চাবিকাঠি বলা হয়।

প্রশ্ন-৮। পয়সনের অনুপাতের মাত্রা ও একক নেই কেন?
উত্তরঃ আমরা জানি, পয়সনের অনুপাত = দৈর্ঘ্য বিকৃতি/পার্শ্ব বিকৃতি।

বিকৃতি একই জাতীয় দুটি রাশির অনুপাত বলে বিকৃতির মাত্রা ও একক নেই। আবার, পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত বলে পয়সনের অনুপাতের কোনো মাত্রা ও একক নেই।

প্রশ্ন-৯। সমরেখ প্রবাহ কাকে বলে?
উত্তরঃ যদি প্রবাহীর বিভিন্ন স্তর পরস্পরের সমান্তরালে চলে তবে তাকে সমরেখ প্রবাহ বলে।

প্রশ্ন-১০। সমপ্রবাহ কাকে বলে?
উত্তরঃ প্রবাহীর বেগ সর্বদা ধ্রুব থাকলে তাকে সমপ্রবাহ বলে।

আশা করি Impedance কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন