n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? [2023]

n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?

n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে?

n-টাইপ অর্ধপরিবাহীঃ অর্ধপরিবাহী পদার্থে পঞ্চযোজী মৌল ভেজাল বা অপদ্রব্য হিসেবে মেশালে তাদের মধ্যে ঋণাত্মক আধান বাহক ইলেক্ট্রন গরিষ্ঠ আধান বাহক হিসেবে কাজ করে। এ ধরনের অর্ধ পরিবাহীকে n-টাইপ অর্ধপরিবাহী বলে।

p-টাইপ অর্ধপরিবাহীঃ বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম কেলাসের ভেতর ত্রিযোজী পদার্থ যেমন অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের পরমাণু সুনিয়ন্ত্রিতভাবে মেশালে যে অর্ধপরিবাহী পদার্থ উৎপন্ন হয় তাকে p-টাইপ অর্ধপরিবাহী বলে।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে n-টাইপ ও p-টাইপ অর্ধপরিবাহী কাকে বলে? বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন