শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া- রসায়ন [২০২৩]

শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু।  আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়। 

আমি জানি তোমরা “শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই  কাঙ্খিত বিষয়টি।

শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া

শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া

শ্বেত ফসফরাসকে গাঢ় কস্টিক সোডা দ্রবণের সাথে উত্তপ্ত করলে সোডিয়াম হাইপোফসফাইট ও ফসফিন উৎপন্ন হয়।

4P + 3NaOH + 3H₂O -----> 3NaH₂PO₂ + PH₃


আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে শ্বেত ফসফরাসের সাথে NaOH এর বিক্রিয়া বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন