P₂O₅ নিরুদক কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “P₂O₅ নিরুদক কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
P₂O₅ নিরুদক কেন?
ফসফরাস পেন্টা অক্সাইড একটি শক্তিশালী নিরুদক। এটি বাতাসের জলীয় বাষ্পকে শোষণ করে এবং অজৈব ও জৈব পদার্থের পানির উপাদান মৌলকে পানিরুপে আকর্ষণ করে ঐ যৌগকে নিরুদিত করে।
যেমনঃ ফসফরাস পেন্টা অক্সাইড HNO₃ এসিড, H₂SO₄ এসিড প্রভৃতি অজৈব এসিড হতে পানি শোষণ করে তাদের অ্যানহাইড্রাইড গঠন করে এবং নিজে মেটা ফসফরিক এসিডে (HPO₃) পরিণত হয়।
P₂O₅ + H₂SO₄ ------>SO₃+2HPO₃
P₂O₅+2HNO₃ ----> N₂O₅+2HPO₃
এছাড়া ইথানল থেকে পানি শোষণ করে ইথিন উৎপন্ন করে। অর্থাৎ ইথানলকে নিরুদিত করে।
C₂H₅OH + P₂O₅ ----> CH₂=CH₂+ H₂O
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে P₂O₅ নিরুদক কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”