ক্ষারের সাথে SO₂ বিক্রিয়া: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি আপনারা “ক্ষারের সাথে SO₂ বিক্রিয়া” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। তাই আপনাদের আপু, আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিষয়টি।
ক্ষারের সাথে SO₂ বিক্রিয়া
সালফার ডাই অক্সাইড ক্ষার ও ক্ষারকের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সালফাইট লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ কস্টিক সোডার (NaOH) দ্রবণে সালফার ডাই অক্সাইড (SO₂) গ্যাস চালনা করলে সোডিয়াম সালফাইট (Na₂SO₃) লবণ ও পানি উৎপন্ন হয়। ঐ সোডিয়াম সালফাইটে অধিক পরিমাণে সালফার ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম হাইড্রোজেন সালফাইট (NaHSO₃) নামক অম্লীয় লবণ উৎপন্ন করে।
- 2NaOH(aq) + SO₂(g) -----> Na₂SO₃(aq) + H₂O(l)
- Na₂SO₃(aq)+H₂O(l)+SO₂(g)----> 2NaHSO₃(aq)
আবার, ক্ষারক ফেরাস হাইড্রোক্সাইড Fe(OH)₂ এর জলীয় দ্রবণে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ফেরাস সালফাইট (FeSO₃) লবণ ও পানি উৎপন্নউৎপন্ন হয়।
- Fe(OH)₂ + SO₂ ----->FeSO₃+H₂O
আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে ক্ষারের সাথে SO₂ বিক্রিয়া বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হন, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। “ধন্যবাদ”