সর্টিং ও সার্চিং কি? SQL সম্পর্কে লেখ [2023]

সর্টিং ও সার্চিং কি? SQL সম্পর্কে লেখ:  আসসালামু আলাইকুম, আমি লিছা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ লেখা। আমি জানি আপনারা “সর্টিং ও সার্চিং কি? SQL সম্পর্কে লেখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

তাহলে আপনি এখন সঠিক পোস্ট এ আছেন। এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সর্টিং ও সার্চিং কি? SQL সম্পর্কে লেখ

সর্টিং ও সার্চিং  কি? SQL সম্পর্কে লেখ

সর্টিং: সর্টিং কথাটির অর্থ হলো বাছাই করা। বাছাই করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন- নামের সর্টিং বর্ণ অনুসারে হতে পারে। আবার কোন সর্টিং ক্রমিক নম্বর অনুসারেও হতে পারে।

সার্চিং  : ডাটাবেজে কাজ করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই তল্লাসীর প্রয়োজন পড়ে। 

ডাটাবেজ প্রোগ্রামে তথ্যগুলো কোথায় কীভাবে রাখা হয়েছে, এর আকৃতি কতটুকু, এর বৈশিষ্ট্যই বা কী ইত্যাদি তথ্য জানতে হলে সার্চিং এর প্রয়োজন হয়।

SQL সম্পর্কে লেখ।

SQL-এর পুরো অর্থ হলো Structured Query Language। এটি একটি শক্তিশালী ডেটা মেনিপিউলেশন, ডেটা ডেফিনিশন, ট্রানজেকশন কন্ট্রোল, ডেটা কন্ট্রোল ও ডেটা রিট্রাইভাল ল্যাঙ্গুয়েজ। 

SQL বিভিন্ন শ্রেণির কার্য সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, যেমন: ডেটা কুয়েরি করা, ডেটা সন্নিবেশ করা, পরিবর্তন ও মুছে ফেলা, ডেটাবেজে অবজেক্ট তৈরি করা, সংশোধন করা ও মুছে ফেলা, ইউজার অ্যাকসেস নিয়ন্ত্রণ করা, ডেটাবেজ Consistency-এর নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি।

আশা করি এই পোস্টটি আপনার অনেক ভালো লেগেছে। এর সাথে সর্টিং ও সার্চিং কি? SQL সম্পর্কে লেখ বিষয়টিও আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছু উপকার পান, তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন