হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কেন? : আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কেন? ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কেন?
আধুনিক সংজ্ঞা অনুসারে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে ঐ মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/ 12 অংশের অনুপাতকে বোঝায়।
হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কারণ হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে, কার্বন- 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/ 12 অংশ দ্বারা ভাগ করলে 1.008 পাওয়া যায়।
যার কারণে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কেন? বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”