গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে? আসল ব্যাখা 2023

গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে: হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম “গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে” এই পোস্টটি। আশা করি আপনারা এই পোস্ট থেকে অনেক  কিছু জানতে পারবেন। তো বন্ধুরা পড়া যাক পোস্ট টি। 

গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে?

গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে?

মাটিতে যেকোনো স্থাপনার বা বিল্ডিং এর কাজ করা, পানিতে করার চেয়ে নিশ্চিতভাবেই সহজ কাজ । পানির মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা ভূমিতে করার চেয়ে অনেক বেশি কষ্টকর, সেইসাথে অনেক অসুবিধাজনক ।

আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে, কিভাবে পানিতে এত বড় বড় ব্রীজ তৈরি করা সম্ভব হয় ? বিশেষ করে ব্রীজ এর পিলারগুলো, যা কিনা পানির মাঝেই দাড়িয়ে থাকে।

বাসা-বাড়ির তৈরির কাজ করার সময় পিলার স্থাপন করতে অনেক বড় গর্ত করতে দেখি আমরা, তাহলে পানির মধ্যে কিভাবে এত বড় গর্ত করে ? আজকে আমরা সেটারই উত্তর বের করার চেষ্টা করব।

পানির মাঝে কোন পিলার স্থাপনা করা অসম্ভব । বিশ্বাস না হলেও, সত্য বলছি । মূল কথা হলো, যেখানে কাজ করা হবে, অর্থাৎ পিলার স্থাপন করা হবে, সেখানে বড় অস্থায়ী একটি বেষ্টনী নির্মাণ করা হয়, এবং সেখান থেকে পানি অপসারণ করা হয় ।

বেষ্টনীকে ইঞ্জিনিয়ারিং ভাষায় ‘কফার ড্যাম’ নামে পরিচয় করানো হয় । সাধারণ জনগণ এই শব্দটার সাথে পরিচিত নয়। তাই আগে আমরা কফার ড্যাম কি সেটা জেনে নেয়।

কফার ড্যাম কি বা কাকে বলে ?

কফার ড্যাম হল এক ধরনের অস্থায়ী বেস্টনী; যা হ্রদ,নদী ইত্যাদি এলাকায় নির্মাণ চলাকালে পানি প্রবেশে করতে বাধা দেয় ।

স্থাপন করার সময় কিছু পানি কফার ড্যামের মধ্য দিয়ে ছুঁয়ে ভেতরে প্রবেশ করে, যা সহজে আবার পাম্প করে নিষ্কাশন করা যায় । নির্মাণ এলাকাকে শুষ্ক রাখার জন্যই কফার ড্যাম স্থাপন করা হয়।

কফার ড্যামের দেয়ালগুলাে পানি রােধক বস্তু দিয়ে তৈরি হয়ে থাকে । পানির স্তরের ওঠানামা, গভীরতা, মাটির অবস্থা, মালামালের পর্যাপ্ততা ইত্যাদির ওপর নির্মাণ কাজের প্রকার নির্ভর করে । কফার ড্যাম কাঠের ,মাটির অথবা স্টীল শিট অথবা মিশ্রিতভাবে তৈরি করা হয়ে থাকে। যেখানে কফার ড্যাম স্থাপন করা হবে সেখানে প্রথমে ড্রেজিং করে ওই স্থানের কাদা গুলো সরিয়ে ফেলতে হয় । এরপর পাইল সেটআপ দেওয়া হয় ।

পাম্পিং করে কফার ড্যামের ভেতরের পানি নিষ্কাশন করার পর বাইরে থেকে যেন পানি চুইয়ে না আসে তাও ভালো ভাবে নিশ্চিত করা হয় ।

তারপর পিলার বা স্ট্রাকচার তৈরির কাজ শুরু করা হয় । পিলার তৈরি করার পর সাবধানে সেই কফার ড্যামটি আবার খুলে নেয়া হয়। এভাবেই তৈরি হয়ে যায় একটি পিলার।


তো আজকে আমরা দেখলাম “গভীর নদীতে সেতুর পিলার বসানো হয় কিভাবে”। আশা করি আপনাদের আমরা উপকার করতে পেরেছি। যদি আপনি আমাদের পোস্টটি থেকে উপকারিত হন। তা হলে অন্যান্য পোস্ট পড়তে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন