ভ্রূণস্তর কী? | Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ- বিস্তারিত

ভ্রূণস্তর কী? Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ভ্রূণস্তর কী? Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভ্রূণস্তর কী? Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখ

ভ্রূণস্তর কী?

ভ্রূণের যেসব কোষস্তর থেকে ভবিষ্যতের (পরিণত প্রাণীর) বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলোই হলো ভ্ৰূণস্তর।

Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য 

Arthropoda পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য:
i. এসব প্রাণীর দেহ খণ্ডয়িত, বিভিন্ন অংশ যেমন: মস্তক, বক্ষ ও উদরে বিভক্ত।
ii. দেহ কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা আবৃত।
iii. দেহে তিন বা ততোধিক জোড়া সন্ধিযুক্ত পা, মাথায় এক জোড়া এন্টেনা ও এক জোড়া পুঞ্জাক্ষি থাকে।

Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য:
i. এসব প্রাণীর দেহ নলাকার, আংটির ন্যায় অসংখ্য একই রকম প্রকৃত খণ্ডক নিয়ে গঠিত।
ii. সিটা বা প্যারাপোডিয়া দ্বারা চলন সম্পন্ন হয়।
iii. এদের দেহে প্রকৃত সিলোম বিদ্যমান এবং পৌষ্টিকনালি সম্পূর্ণরূপে উপস্থিত।

আশা করি ভ্রূণস্তর কী? Arthropoda ও Annelida পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন