প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়? - বিস্তারিত

প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়?

প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়?

প্রসেসিং ডিভাইস (Processing Device) : কম্পিউটারের দিয়ে বিভিন্ন প্রসেসিং এর কাজ করা হয়। প্রসেসিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন হার্ডওয়্যারগুলোকে প্রসেসিং ডিভাইস সলা হয়। 

সরাসরি প্রসেসিং এর কাজে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহ হলো- প্রসেসর বা মাইক্রোপ্রসেসর, প্রধান মেমোরি যেমন- র‌্যাম ও রম, মাদারবোর্ড ইত্যাদি। পাওয়ার সাপ্লাই থেকে এসব হার্ডওয়্যার বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে।

পয়েন্টিং ডিভাইস (Pointing device) : কিছু ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম চালনায় নির্দেশ (Instruction) প্রদান করা যায়। এসব ডিভাইসগুলোকে পয়েন্টিং ডিভাইস বলা হয়। নিচে এসব যন্ত্রপাতির নাম দেয়া হলো।

১. মাউস (Mouse)
২. টাচস্ক্রিন (Touchscreen)
৩. ট্রাকবল (Track Ball)
৪. লাইটপেন (Light Pen)
৫. কলমভিত্তিক সিস্টেম (Pen Based System)
৬. জয়স্টিক 
৭. ডিজিটাইজার টেবলেট (Digitizer Tablet)

আশা করি প্রসেসিং ডিভাইস এবং পয়েন্টিং ডিভাইস বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন