অসমোরেগুলেশন কী? প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অসমোরেগুলেশন কী? প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অসমোরেগুলেশন কী?
রেচন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে দেহে পানির সমতা রক্ষিত হয়। দেহাভ্যন্তরে কোষকলায় বিদ্যমান পানি ও বিভিন্ন লবণের ভারসাম্য রক্ষা করার বিশেষ পদ্ধতিকে অসমোরেগুলেশন বা পানির সমতা নিয়ন্ত্রণ পদ্ধতি বলে।
প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো
প্রস্বেদনের মাধ্যমে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাম্পাকারে বের করে দেয়। অতিরিক্ত পানি উদ্ভিদদেহে নানা ক্ষতিসাধন করতে পারে। আবার প্রস্বেদনের কারণেই উদ্ভিদ সহজে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। শোষিত পানির সাহায্যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ ঘটায়।
এর পাশাপাশি প্রস্বেদনের কিছু অপকারি ভূমিকা রয়েছে। যেমন- শোষণের চেয়ে প্রস্বেদন বেশি ঘটলে উদ্ভিদের দেহে পানির ঘাটতি দেখা দেয়, ফলে উদ্ভিদ নেতিয়ে পড়ে, এমনকি উদ্ভিদের মৃত্যুও ঘটতে পারে। এ বিপরীতমুখী বৈশিষ্ট্যের কারণে প্রস্বেদনকে “অতিপ্রয়োজনীয় অমঙ্গল” বলা হয়।
আশা করি “অসমোরেগুলেশন কী? প্রস্বেদন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল- ব্যাখ্যা করো”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"