অক্সিজেন গ্যাসের ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “অক্সিজেন গ্যাসের ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
অক্সিজেন গ্যাসের ব্যবহার
অক্সিজেন গ্যাসের বিভিন্ন ব্যবহার নিম্নরূপঃ
১. শ্বাসকার্যের জন্য অক্সিজেন ব্যবহার করা হয়।
২. অক্সি-হাইড্রোজেন,
অক্সি-অ্যাসিটিলিন প্রভৃতি শিখা উৎপাদনের জন্য অক্সিজেন প্রয়োজন হয়।
৩. রকেটের জ্বালানি হিসেবে বিভিন্ন দাহ্য তরলীকৃত গ্যাস এবং সেইসাথে জারক হিসাবে তরল অক্সিজেন ব্যবহার করা হয়।
৪. দহনকার্যে অক্সিজেন ব্যবহার করা হয়।
৫. রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন অক্সাইড তৈরিতে অক্সিজেন ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে অক্সিজেন গ্যাসের ব্যবহার বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”