উপরিপাতন কাকে বলে? কালিক ব্যতিচার বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “উপরিপাতন কাকে বলে? কালিক ব্যতিচার বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
উপরিপাতন কাকে বলে?
যখন দুই বা ততোধিক তরঙ্গ একই সাথে অগ্রসর হতে থাকে তখন একটি তরঙ্গ অপরটি দ্বারা প্রভাবিত হয় না। বরং মাধ্যমের কণাগুলোর উপরে যুগপৎ ক্রিয়াশীল হয়। একে তরঙ্গের উপরিপাতন বলে।
কালিক ব্যতিচার বলতে কী বোঝায়?
বিভিন্ন কম্পাঙ্কের সমজাতীয় দুটি তরঙ্গের যুগপৎ উপরিপাতনে যে ব্যতিচার সৃষ্টি হয় তাকে কালিক ব্যতিচার বলে। এরূপ ব্যতিচারের ফলে মাধ্যমের যেকোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচার সংঘটিত হয়। এরূপ ব্যতিচারের উদাহরণ বীট সৃষ্টি হওয়ার প্রতিক্রিয়া।
আশা করি “উপরিপাতন কাকে বলে? কালিক ব্যতিচার বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ