অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর- বিস্তারিত

অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর

অষ্টক তত্ত্ব কাকে বলে?- জ্ঞানমূলক প্রশ্ন

উত্তরঃ "মৌলগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হলে যে কোনো একটি মৌল হতে গণনা শুরু করলে পরবর্তী অষ্টম মৌলটি ভৌত ও রাসায়নিক ধর্মে ১ম মৌলটির অনুরূপ হবে"- একেই অষ্টক তত্ত্ব বলে।

 সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা কর।- অনুধাবনমূলক প্রশ্ন

উত্তরঃ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যতসংখ্যক ইলেকট্রন থাকে অথবা যতসংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে তাকে মৌলের যোজনী বলে। সাধারণ অবস্থায় S-এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে: S (16) = 1s2 2s2 2p6 3s3px1 3py1 3pz1 এই অবস্থায় সালফারের যোজনী 2। উদাহরণ : H2S

উত্তেজিত অবস্থায় S এর ইলেকট্রন বিন্যাস: 1s2 2s2 2p6 3s3px1 3py1 3pz1 4s1 এই অবস্থায় S এর যোজ্যতা 4। উদাহরণ : SO2

অধিক উত্তেজিত অবস্থায় s এর ইলেকট্রন বিন্যাস : 1s2 2s2 2p6 3s3px1 3py1 3pz1 4s1 3dxy1। এক্ষেত্রে, S এর যোজ্যতা 6। উদাহরণ : H2SO4

সুতরাং, দেখা যাচ্ছে, সালফার (S) মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।


আশা করি অষ্টক তত্ত্ব কাকে বলে? সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন