অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?- বিস্তারিত

অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?

অতিবৃহৎ কম্পিউটার 

অতিবৃহৎ কম্পিউটার বলতে সুপার কম্পিউটারকে বোঝায়। এ যাবৎ কাল পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে শক্তিশালী ও অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এ কম্পিউটারে বিশাল উপাত্ত সংরক্ষণের ক্ষমতাবিশিষ্ট মেমোরি এবং ব্যাপক প্রক্রিয়াকরণের ক্ষমতা থাকে। অনেক যন্ত্রাংশের সমাবেশ এবং উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটার ফলে এর মূল্যও বেশি। 

যে সকল ক্ষেত্রে খুব জটিল ও সুক্ষ গাণিতিক হিসাব প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। বৈজ্ঞানিক গবেষণা, প্রশাসনিক কাজ-কর্ম এবং বৃহৎ প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার ব্যবহৃত হয়। উদাহরণ CRAY-1, CYBER 205 ইত্যাদি।

স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার

স্ট্যান্ড-এ্যালোন বা একক কম্পিউটার বলতে নেটওয়ার্কভুক্ত নয় এমন কোন কম্পিউটারকে বলা হয় স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার। স্ট্যান্ড এ্যালোন কম্পিউটারকে প্রসেসকৃত ডাটা, গ্রাফিক্স বা ডকুমেন্টকে অন্যের সাথে শেয়ার করতে হলে তা প্রিন্টারে প্রিন্ট করতে হবে বা ফ্লপি ডিস্কে কপি করে নিতে হবে।

 নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে এসব তথ্য বা ডকুমেন্ট শেয়ারিং-এর কাজগুলো কম্পিউটার নিজ থেকে করে। নেটওয়ার্ক ব্যবহারকারী বা ইউজারকে নিজ দায়িত্বে এই তথ্যগুলোকে মুভ করতে হয় না।

আশা করি অতিবৃহৎ কম্পিউটার ও স্ট্যান্ড-এ্যালোন কম্পিউটার বলতে কি বুঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন