বিগালক কাকে বলে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বিগালক কাকে বলে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বিগালক কাকে বলে?
যে সকল পদার্থ আকরিকের সাথে মিশালে আকরিকের গলনাঙ্ক হ্রাস পায় সে সকল পদার্থকে বিগালক বলে।
অ্যালুমিনার গলনাঙ্ক 2050°C। কিন্তু এর সাথে ক্রায়োলাইট মিশিয়ে দিলে 900-1000°C তাপমাত্রায় অ্যালুমিনা গলে যায়। এক্ষেত্রে ক্রায়োলাইট হলো বিগালক।
আশা করি “বিগালক কাকে বলে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"