বুলিয়ান উপপাদ্য কাকে বলে? | লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?- বিস্তারিত

বুলিয়ান উপপাদ্য কাকে বলে? লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বুলিয়ান উপপাদ্য কাকে বলে? লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

বুলিয়ান উপপাদ্য কাকে বলে? | লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?

বুলিয়ান উপপাদ্য কাকে বলে? 

যেসব নিয়ম-কানুনের ওপর ভিত্তি করে বুলিয়ান অ্যালজেবরা সমাধান করা হয়, তাকে বুলিয়ান উপপাদ্য বলে।

লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?

লজিক্যাল ফাংশনগুলো লজিক গেটের মাধ্যমে কার্যকর করা হয়। তাই লজিক্যাল ফাংশনগুলো সরল হলে বাস্তবে লজিক গেটের ব্যবহার সহজতর হয়। বুলিয়ান সূত্রের সাহায্যে জটিল লজিক্যাল এক্সপ্রেশন বা যুক্তি রাশিমালাকে সরলীকরণ করা যায়। বুলিয়ান রাশিমালাকে সরলীকরণের ফলে সংশ্লিষ্ট লজিক গেটের সংখ্যা কম হয়, ফলে সময় এবং খরচ কমে। সরল অঙ্ক কষার ক্ষেত্রে যেমন কতগুলো নিয়ম মেনে চলা হয়। তদ্রুপ বুলিয়ান উপপাদ্যের সাহায্যে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রেও কতগুলো নিয়ম মেনে চলা হয়। নিয়মগুলো হলো–
  • সরলীকরণ বাম দিক থেকে শুরু করে ডানদিকে করতে হবে।
  • প্রথম বন্ধনীর ভেতরের কাজ আগে করতে হবে।
  • পূরক অপারেশনের কাজ শুরুতে করতে হবে।
  • তারপর সকল এ্যান্ড (.) অপারেশনের কাজ করতে হবে। যেটি প্রথমে পাওয়া যাবে সেটি প্রথমে করতে হবে।
  • সকল অর (+) অপারেশনের কাজ শেষে করতে হবে।
আশা করি বুলিয়ান উপপাদ্য কাকে বলে? লজিক ফাংশন সরলীকরণ করার নিয়ম কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন