সিগনেচার ভেরিফিকেশন কি? | প্লেজারিজম বলতে কি বুঝ?- বিস্তারিত

সিগনেচার ভেরিফিকেশন কি? প্লেজারিজম বলতে কি বুঝ?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সিগনেচার ভেরিফিকেশন কি? প্লেজারিজম বলতে কি বুঝ? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সিগনেচার ভেরিফিকেশন কি? প্লেজারিজম বলতে কি বুঝ?

সিগনেচার ভেরিফিকেশন কি?

সিগনেচার ভেরিফিকেশন (Signature Verification) হলো এমন একটি বায়োমেট্রিক্স পদ্ধতি যেখানে ব্যবহারকারীর হাতে লেখা স্বাক্ষরকে পরীক্ষা করা হয়। অক্ষরের আকার, লেখার গতি, সময় এবং কলমের চাপকে পরীক্ষা করা হয়।

প্লেজারিজম বলতে কি বুঝ?

বর্তমানে তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতার ফলে প্লেজারিজম একটি বড় ধরনের অনৈতিক কাজে পরিণত হয়েছে। প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেয়া। ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব বিষয়েই কোনো না কোনো তথ্য আছে। এসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত তথ্যদাতার অবদান স্বীকার করা না হলে তা প্লেজারিজমের মধ্যে পড়বে। আমরা প্রতিনিয়ত বুঝে না বুঝে এ অপরাধ করছি। বর্তমানে প্লেজারিজম ধরার নানা ধরনের কৌশল বের হয়েছে।


আশা করি সিগনেচার ভেরিফিকেশন কি? প্লেজারিজম বলতে কি বুঝ?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন