গলগণ্ড বলতে কি বুঝ? এর লক্ষণ ও প্রতিরোধ লিখ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “গলগণ্ড বলতে কি বুঝ? এর লক্ষণ ও প্রতিরোধ লিখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
গলগণ্ড বলতে কি বুঝ?
গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থির এক প্রকার রোগ। এ রোগ হলে গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। খাদ্যে আয়োডিনের অভাব এ রোগের প্রধান কারণ। বাংলাদেশের উত্তরবঙ্গ এবং জামালপুরে এ রোগের প্রকোপ সবচেয়ে বেশি।
গলগণ্ড রোগের লক্ষণ
১. প্রচণ্ড রকম পেশি জড় হওয়া;
২. হৃৎপিন্ডের চলাচল কমে যাওয়া;
৩. অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া;
৪. কোষ্ঠকাঠিন্য হওয়া;
৫. মানসিক জড়তা ও বুদ্ধিহীনতা;
৬. শিশু বামন আকৃতির হওয়া;
৭. দৈহিক ও মানসিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হওয়া ইত্যাদি।
প্রতিরোধ : আয়োডিন যুক্ত খাবার (যেমন: সামুদ্রিক মাছ) ও আয়োডিনযুক্ত লবণ খেয়ে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
আশা করি “গলগণ্ড বলতে কি বুঝ? এর লক্ষণ ও প্রতিরোধ লিখ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"