মোলারিটি ও মোলালিটির মধ্যে পার্থক্য কি? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “মোলারিটি ও মোলালিটির মধ্যে পার্থক্য কি? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মোলারিটি ও মোলালিটির মধ্যে পার্থক্য কি?
মোলারিটি ও মোলালিটির মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলোঃ
মোলারিটি
১. মোলারিটি দ্রবণের আয়তনের ওপর নির্ভরশীল।
২. মোলারিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল।
মোলালিটি
১. মোলালিটি দ্রাবকের ভরের ওপর নির্ভরশীল।
২. মোলালিটি তাপমাত্রার ওপর নির্ভরশীল নয়।
মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম আণবিক ভর বা মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বলা হয়। মোলারিটির সংজ্ঞায় আয়তন সংশ্লিষ্ট রয়েছে। আয়তন তাপমাত্রার সাথে পরিবর্তনশীল, তাই দ্রবণের মোলারিটিও তাপমাত্রার উপর নির্ভরশীল।
সাধারণত তাপমাত্রার বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায় বলে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রবণের মোলারিটি কমে যায়।
আশা করি “মোলারিটি ও মোলালিটির মধ্যে পার্থক্য কি? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ