অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা- বিস্তারিত

অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

প্রশ্ন-১। 'লবি' শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?

উত্তরঃ কাবাডি।


প্রশ্ন-২। ব্যাডমিন্টনের লং সার্ভিস কোটের পরিমাণ কত?

উত্তরঃ ২ ফুট ৬ ইঞ্চি।


প্রশ্ন-৩। বাই রান কাকে বলে?

উত্তরঃ বল যদি ব্যাটসম্যানের ব্যাটের বা দেহের কোথাও স্পর্শ না করে অতিক্রম করে এবং কোনো রান সংগৃহীত হয়, তবে তাকে বাই রান বলে।


প্রশ্ন-। চাকতি নিক্ষেপের ধাপ কয়টি?

উত্তরঃ চাকতি নিক্ষেপের ধাপ তিনটি।


প্রশ্ন-। বাস্কেটবলের উপর কয়টি প্যানেল থাকবে?

উত্তরঃ বাস্কেটবলের উপর ৮টি প্যানেল থাকবে।


প্রশ্ন-৬। লোনা কাকে বলে?

উত্তরঃ কাবাডি খেলায় এক পক্ষের সমস্ত খেলোয়াড় মরা পড়লেই তাকে লোনা বলে। কাবাডি খেলায় বিপক্ষ দল লোনার জন্য অতিরিক্ত ২ পয়েন্ট পাবে।


প্রশ্ন-৭। ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টে গেম হয়?

উত্তরঃ ব্যাডমিন্টন খেলায় ২১ পয়েন্টে গেম হয়।


প্রশ্ন-৮। সোল ট্রাপ কি?

উত্তরঃ মাটিতে গড়ানো অথবা উপরের বল পায়ের তলা দিয়ে থামানোই সোল ট্রাপ।


প্রশ্ন-৯। চেস্ট পাস কী?

উত্তরঃ বাস্কেটবল খেলায় বুক বরাবর দ্রুত বল পাস দেয়াই হলো চেস্ট পাস।


প্রশ্ন-১০। রক্ষণদল কাকে বলে?

উত্তরঃ খেলার সময় যে দল গোলরক্ষা করার জন্য চেষ্টারত থাকে সে দলকে রক্ষণদল বলে।


প্রশ্ন-১১। প্রত্যক্ষ ফ্রি কিক কী?

উত্তরঃ যে কিকে সরাসরি গোল হয় তাই প্রত্যক্ষ ফ্রি কিক।


প্রশ্ন-১২। আধুনিক ফুটবল খেলার জন্ম কোথায়?

উত্তরঃ আধুনিক ফুটবল খেলার জন্ম ইংল্যান্ড।

প্রশ্ন-১৩। বোল্ট আউট কাকে বলে?

উত্তরঃ বোলারের বল সরাসরি বা ব্যাটের আঘাতে স্টাম্পে লেগে বেল পড়ে গেলে যে আউট হয় তাকে বোল্ট আউট বলে।


প্রশ্ন-১৪। নো বল হওয়ার ২টি কারণ লেখো।

উত্তরঃ নো বল হওয়ার ২টি কারণ হলো—

(১) বোলারের কনুই ভেঙে গেলে।

(২) ডেলিভারির পূর্বে বোলার পপিং ক্রিজের ভেতর ঢুকে পড়লে।


প্রশ্ন-১৫। বাস্কেটবল এবং হ্যান্ডবলের তিনটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখ।

উত্তরঃ বাস্কেটবল ও হ্যান্ডবল খেলার মধ্যে তিনটি সাদৃশ্য হলো-

  • উভয় খেলাই দলগত খেলা।
  • উভয় খেলাতেই বল গোলাকার ও অমসৃণ হয়।
  • উভয় খেলাতে দম, ক্ষিপ্রতা ও শক্তির প্রয়োজন হয়।

বাস্কেটবল ও হ্যান্ডবল খেলার তিনটি বৈসাদৃশ্য হলো-

  • বাস্কেটবলে ৫ জন এবং হ্যান্ডবলে ৭ জন মাঠ খেলোয়াড় ও ১ জন গোলরক্ষক থাকে।
  • বাস্কেটবলে রেফারি কোর্টের মাঝের বৃত্তে দাঁড়িয়ে বল শূন্যে ছুড়ে দিয়ে খেলা শুরু করে কিন্তু হ্যান্ডবলে খেলা শুরু ও গোল হওয়ার পর থ্রো-অফের মাধ্যমে খেলা শুরু হয়।
  • বাস্কেটবল খেলার সময় ৪০ মিনিট কিন্তু হ্যান্ডবলের বয়স অনুসারে আলাদা আলাদা সময় নির্ধারণ করা হয়।

হকি খেলায় স্টিক ধরতে হয় কীভাবে?

উত্তরঃ হকি খেলায় বাম হাত দিয়ে স্টিকের মাথা ধরতে হবে, ডান হাত স্টিকের মাঝামাঝিতে হালকাভাবে ধরতে হবে। ডান পা সামনে এবং বাম পা পিছনে থাকবে। স্টিক ডানে বামে যে দিকে ঘুরানো হোক না কেন বাম হাতের কব্জি শুধু ঘুরাতে হবে। ডান হাত শুধু সাপোর্ট হিসেবে থাকবে।


উইকেট কিপারের কী কী যোগ্যতা থাকা দরকার?

উত্তরঃ উইকেট কিপারের যে সকল যোগ্যতা থাকা দরকার সেগুলো হলো– ১. তীক্ষ্ণ দৃষ্টি; ২. দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা; ৩. শক্তিশালী হাত; ৪. শারীরিক শক্তি ও সাহস।


আশা করি অষ্টম অধ্যায় : দলগত খেলা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলাএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন