হেয়ার অয়েল (Hair Oil) কি? হেয়ার অয়েল বানানোর নিয়ম কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “হেয়ার অয়েল (Hair Oil) কি? হেয়ার অয়েল বানানোর নিয়ম কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
হেয়ার অয়েল (Hair Oil) কি? হেয়ার অয়েল বানানোর নিয়ম কি?
চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। চুলের যত্নের প্রধান উপকরণ হলো হেয়ার অয়েল। হেয়ার অয়েল মূলত উদ্ভিজ তেল। বিভিন্ন গাছের ফুল, ফল ও পাতা থেকে নির্যাসিত তেল প্রাচীনকাল থেকে চুল পরিচর্যার জন্য ব্যবহৃত হয়ে আসছে। চুলের যত্নে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় নারিকেল তেল ও কেশ তেল। হেয়ার অয়েলের প্রধান উপকরণ হলো– উচ্চতর ফ্যাটি এসিডের ট্রাইগ্লিসারিল এস্টার (R-COO-R')। এর সাথে সুগন্ধি ও ভিটামিন-ই মিশিয়ে উন্নত মানের হেয়ার অয়েল প্রস্তুত করা হয়।
তেলের গন্ধ স্থায়ীকরণের জন্য এডারেফিক্স নামক রাসায়নিক দ্রব্য (প্রতি ১০kg তেলে ১ আউন্স এডারোফিক্স) ব্যবহার করা হয়। এস্টার ও সুগন্ধি জৈব যৌগ হওয়ায় খুব সহজেই এরা মিশে যায়। উল্লেখ্য প্রাকৃতিক উৎস হতে তেল আহরণ করার পর ডিওডরেন্ট ব্যবহার করে তেলের গন্ধ দূর করে নিতে হয়। এক্ষেত্রে প্রতি ১০L তেলে ১ আউন্স ডিওডরেন্ট মিশিয়ে তিন হতে পাঁচ দিন রেখে দিতে হবে এবং প্রতিদিন বেশ কয়েকবার করে নাড়াতে হবে।
হেয়ার অয়েল বানানোর নিয়ম
নিচে হেয়ার অয়েল বানানোর দুটি নিয়ম দেওয়া হলো–
নারিকেল তেল প্রস্তুত প্রণালি
উপকরণ ও পরিমাণ:
- নারিকেল তেল (রিফাইন) - 4.5 Kg
- অয়েল বার্গমেট - 2g
- অয়েল স্যান্ডেল - 7g
- অটো পেচুলি - 30 drops
- কোকো ডেস্ট্রয়ার - 14g
- অয়েল মাস্ক - 2g
- অয়েল জেসমিন - 14g
একটি উপযুক্ত জারে প্রথমে নারকেল তেলে কেকো মিশিয়ে একদিন রেখে দিতে হবে। এরপর একে একে সবগুলো সুগন্ধি যোগ করতে হবে এবং জারটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। সবগুলো সেন্ট যোগ করা হলে মিশ্রণটি পনের দিন রেখে দিতে হবে। পরে ইচ্ছামত শিশি বা বোতলে ভরে বাজারজাত করা যাবে।
গন্ধরাজ তেল প্রস্তুত প্রণালি
উপকরণ ও পরিমাণ:
- নারিকেল তেল (রিফাইন) - 1.8Kg
- অ্যালক্যানিক রুট - 110g
- গোলাপ ফুল - 110g
- বেনার মূল - 225g
- অটো হেনা - 47g
- স্যান্ডালউড - 23g
প্রথমে নারিকেল তেলে অ্যালকানিক রুট তিনদিন ভিজিয়ে রাখতে হবে। ফলে মিশ্রণটি উত্তম গোলাপী বর্ণ ধারণ করবে। ফিল্টার করে ভেজাল গুলো ফেলে দিতে হবে। এরপর একে একে সবগুলো সুগন্ধি মিশিয়ে ভালোভাবে ঝাঁকাতে হবে। মিশ্রণটি এক সপ্তাহ রেখে দিতে হবে। সবশেষ এগুলো উপযুক্ত বোতলে ভরে বাজারজাত করা যায়।