লোহার ব্যবহার: আসসালামু আলাইকুম, আমি মিমিয়া, আমি তোমাদের chemistry আপু। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ রসায়ন এর বিষয়।
আমি জানি তোমরা “লোহার ব্যবহার” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করেছ। তাই তোমাদের আপু, তোমাদের জন্য নিয়ে এসেছে এই কাঙ্খিত বিষয়টি।
লোহার ব্যবহার
লোহার ল্যাটিন নাম Ferrum.
এর প্রতীক Fe.
আমরা বিভিন্ন কাজে লোহা ব্যবহার করি।
লোহার ব্যবহার নিচে উল্লেখ করা হলো-
১. ঢালাই কাজের জন্য এবং ঢালাই কারখানায় বিভিন্ন দ্রব্য প্রস্তুত করতে ঢালাই লোহা ব্যবহার করা হয়।
২. শিকল, তার, তারজালি, বৈদ্যুতিক চুম্বুক, পিয়ানোর তার প্রভৃতি তৈরিতে পেটা লোহা ব্যবহার করা হয়।
৩. রেলের চাকা ও লাইন, ইঞ্জিন, জাহাজ, পুল, যানবাহন, দালান কোঠার রোড হতে আরম্ভ করে সূঁচ পর্যন্ত অনেক ধরনের যন্ত্রপাতি ও দ্রব্য তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়।
আশা করি এই পোস্টটি তোমাদের অনেক ভালো লেগেছে। এর সাথে লোহার ব্যবহার বিষয়টিও তোমরা বুঝতে পেরেছ। যদি এই পোস্টটি থেকে কিছুটা হলেও উপকৃত হও, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না। “ধন্যবাদ”