বর্ণালি কি? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বর্ণালি কি? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বর্ণালি কি?
কোন মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলোর বিচ্ছুরণের জন্য মূল রংগুলোর যে পট্টি পাওয়া যায় তাকে বর্ণালি বলে।
বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন?
বিপদ সংকেতে লাল আলো ব্যবহারের প্রধান কারণ হচ্ছে যে বায়ুর অণু দ্বারা এর বিক্ষেপণ সর্বনিম্ন হয়। বিক্ষেপণের প্রভাব কোনো আলোর রঙের তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক।
সুতরাং দৃশ্যমান আলোর মধ্যে নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম বলে এটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এবং লালের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়।
সুতরাং লাল আলো কুয়াশা, বৃষ্টি ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে। ফলে লাল আলো দূর থেকেও দৃষ্টিগোচর হয়।
তাছাড়া স্বভাবগতভাবেই লাল রংকে বিপদের সাথে সংশ্লিষ্ট বলে আমাদের মস্তিষ্ক ধরে নেয়। হয়তোবা উত্তপ্ত বস্তু এবং রক্তের রং লাল বলে এটা হতে পারে। এই সকল কারণে বিপদ সংকেতগুলো লাল রঙে রং করা হলে বেশি
আশা করি “বর্ণালি কি? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"