অসমোরেগুলেশন কাকে বলে? ডায়ালাইসিস মেশিন বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “অসমোরেগুলেশন কাকে বলে? ডায়ালাইসিস মেশিন বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
অসমোরেগুলেশন কাকে বলে?
যে প্রক্রিয়ায় বৃক্ক দেহের পানির সমতা রক্ষা করে তাকে অসমোরেগুলেশন বলে। দেহে পানি বেশি হলে বৃক্ক অতিরিক্ত পানি বের করার চেষ্টা করে। আবার দেহে পানি কমে গেলে বৃক্ক পানি ধরে রাখার চেষ্টা করে।
ডায়ালাইসিস মেশিন বলতে কী বোঝায়?
যে মেশিনের সাহায্যে রক্ত পরিশোধন করা যায় তাই ডায়ালাইসিস মেশিন। বৃক্ক সম্পূর্ন অকেজো হয়ে গেলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন করার নাম ‘ডায়ালাইসিস’। এক্ষেত্রে ডায়ালাইসিস মেশিনের সাহায্য নেওয়া হয়। এজন্য মানুষের হাতের ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস মেশিনের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়। এখানে রক্ত হতে ইউরিয়া, ইউরিক এসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে এবং পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে আবার দেহে প্রবেশ করে।