চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?- বিস্তারিত

চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

কোনো পদার্থের চৌম্বক ভেদ্যতা হচ্ছে ঐ পদার্থের চৌম্বক আবেশ ও চৌম্বক প্রাবল্যের অনুপাত। চৌম্বক আবেশ B এবং চৌম্বক প্রাবল্য H হলে, চৌম্বক ভেদ্যতা হবে

ভেদ্যতা একটি সংখ্যা মাত্র এর কোন একক নেই।

ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?

ধারকে শক্তি সঞ্চয় করতে হলে ধারকে কিছু চার্জ জমা করতে হবে। এ চার্জ ধারকে একবারে দেয়া সম্ভব নয়। 

একটু একটু করে চার্জ জমা করতে হয়। কারণ এটি কিছু চার্জ লাভ করার পর পরবর্তী চার্জ প্রদানে বাধা দেয়। 

তাই কোনো ধারককে চার্জিত করতে কিছু কাজ করতে হয় বা কিছু শক্তি ব্যয় হয়। এ ব্যয়িত শক্তি ধারকে তড়িৎ শক্তি হিসেবে জমা থাকে।

আশা করি চৌম্বক ভেদ্যতা কি? ধারকে কীভাবে শক্তি সঞ্চিত হয়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন