মাধ্যাকর্ষণ বল কী? শক্তিশালী নিউক্লিয় বল কী? ব্যাখ্যা : আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “মাধ্যাকর্ষণ বল কী? শক্তিশালী নিউক্লিয় বল কী? ব্যাখ্যা ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাধ্যাকর্ষণ বল কী?
এ মহাবিশ্বের সকল বস্তু এদের ভরের দরুন পরস্পরের উপর যে বল প্রয়োগ করে একে অপরকে নিজের দিকে টানে তাকে মাধ্যাকর্ষণ বল বলে।
শক্তিশালী নিউক্লিয় বল কী? ব্যাখ্যা
সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং একে কেন্দ্র করে ঘুরে ইলেকট্রন। নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এদেরকে বলা হয় নিউক্লিয়ন। যে শক্তিশালী আকর্ষণ বল নিউক্লিয়নগুলোর মধ্যে কাজ করে এবং নিউক্লিয়াসকে আটকে বা ধরে রাখে তাকে শক্তিশালী নিউক্লিয় বল বলে।
এই বলের পাল্লা অতি ক্ষুদ্র, নিউক্লিয়াসের বাইরে কাজ করে না। তবে এই বল তড়িত চৌম্বক বলের চেয়ে ১০০ গুণ শক্তিশালী। এই বল আকর্ষণধর্মী।
আশা করি “মাধ্যাকর্ষণ বল কী? শক্তিশালী নিউক্লিয় বল কী? ব্যাখ্যা করো”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"