যৌনবাহিত রোগ বলতে কি বুঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “যৌনবাহিত রোগ বলতে কি বুঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
যৌনবাহিত রোগ বলতে কি বুঝায়?
যৌনবাহিত রোগ বলতে সেসব সংক্রামক রোগকে বুঝায়, যেগুলো সাধারণত যৌন মিলনের সময় সংক্রমণের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বিস্তার লাভ করে। একে সংক্ষেপে এসটিডি (STD) বলে। এছাড়াও একে যৌনবাহিত সংক্রমণ অথবা যৌনব্যাধি নামেও অভিহিত করা হয়।
কয়েকটি যৌনবাহিত রোগের নাম
১. সিফিলিস(syphilis) বা ফিরিঙ্গি রোগ
২. গনোরিয়া(Gonorrhoea) বা বিষমেহ
৩. ক্ল্যামাইডিয়া (Chlamydia)
৪. ট্রাইকোমোনিয়াসিস (Trichomoniasis)
৫. জেনিটাল হার্পিস (Genital herpes)
৬. জেনিটাল ওয়ার্টস (Genital warts)
৭. হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B & C)
৮. এইডস (এইচ আইভির জীবাণু)
৯. চ্যানক্রয়েড (Chancroid)
১০. গ্রানুলোমা ইনগুইনাল (granuloma inguinale)
১১. লিম্ফোগ্রানুলোমা ভেনেরিয়াম (lymphogranuloma venereum)।