সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর


প্রশ্ন-১। সমানুপাত কাকে বলে?
উত্তরঃ দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদের সমানুপাত বলে। যেমন, 4 টাকা : 6 টাকা = 2 : 3; আবার 8 গ্রাম : 12 গ্রাম = 2 : 3; সুতরাং 4 টাকা : 6 টাকা ও 8 গ্রাম : 12 গ্রাম হলো সমান অনুপাত এদেরকে সমানুপাত বলে।


প্রশ্ন-২। সমানুপাতী কাকে বলে?
উত্তরঃ সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতী বলে। যেমন, a : b = c : d এখানে a, b, c এবং d কে সমানুপাতী বলে।

প্রশ্ন-৩। ত্রৈরাশিক কাকে বলে?
উত্তরঃ সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে ৪র্থ রাশি নির্নয় করা যায়। এই ৪র্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে।

প্রশ্ন-৪। মধ্য রাশি কাকে বলে?
উত্তরঃ সমানুপাতের ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

প্রশ্ন-৫। প্রান্তীয় রাশি কাকে বলে?
উত্তরঃ সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে।

প্রশ্ন-৬। সমানুপাতিক ভাগ কাকে বলে?
উত্তরঃ কোনো রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করাকে সমানুপাতিক ভাগ বলে।

আশা করি সমানুপাত সম্পর্কিত প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন