মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে? | যক্ষা রোগের লক্ষণ- বিস্তারিত

মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে? যক্ষা রোগের লক্ষণ :  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে? যক্ষা রোগের লক্ষণ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে? যক্ষা রোগের লক্ষণ

মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে?  

হৃৎপিণ্ডে রক্ত চলাচল বন্ধ হলে যে রোগের সৃষ্টি হয় তাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। এটি হার্ট অ্যাটাক নামে পরিচিত। 
ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত চলাচল করে। ধমনীর গায়ে কোলেস্টেরল জমা হলে রক্ত সঞ্চালনের পথ সরু হয়ে যায় ফলে রক্ত চলাচল বাধা পায়। এতে হৃৎপিণ্ডে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং এর ফলে মায়াকার্ডিয়াল ইনফার্কশন হয়। মায়োকার্ডিয়ালের জন্য দায়ী প্রধান দুটি রোগ হলো:

১. উচ্চ রক্তচাপ (Hypertension)
২. বহুমূত্র (Diabetes)

যক্ষা রোগের লক্ষণ

যক্ষা রোগের লক্ষণ হলো–
  • রোগীর ওজন কমতে থাকে, আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে।
  • সাধারণত তিন সপ্তাহের বেশি সময় কাশি থাকে।
  • খুসখুসে কাশি হয় এবং কখনও কখনও কাশির সাথে রক্ত যায়।
  • রাতে ঘাম হয়, বিকেলের দিকে জ্বর আসে। দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না।
  • বুকে পিঠে ব্যথা হয়।
  • অজীর্ণ ও পেটের পীড়া দেখা যায়।
আশা করি মায়োকার্ডিয়াল ইনফার্কশন কাকে বলে? যক্ষা রোগের লক্ষণএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন