বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প বলতে কী বোঝায়?
প্রাচীনকাল থেকেই গ্রামে-গঞ্জে কিছু লোক ভালো ছবি আঁকতে বা পুতুল বানাতে পারতো। তাদের পরিবারের ছেলেমেয়েরাও একই রীতি-নীতিতে হাজার বছর ধরে লোকশিল্প তৈরি করছে। লোকশিল্প বলতে বিভিন্ন উজ্জ্বল রঙের পুতুল, পাট, বাঁশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন আসবাব ও খেলনা এবং নকশিকাঁথাকে বোঝায়। এছাড়া সখেরহাড়ি, লক্ষ্মীসরা, পটচিত্র, দেয়ালচিত্র, পোড়ামাটির ফলকচিত্র এদেশের উল্লেখযোগ্য লোকশিল্প।
আর আমাদের নিত্য ব্যবহার্য বিভিন্ন জিনিসে সৌন্দর্য আরোপের জন্য যে কারুকাজ করা হয় তা কারুশিল্প নামে পরিচিত। মেয়েদের সোনা ও রূপার নানা ধরনের অলংকার, তাঁতের শাড়ি- জামদানি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক ও কাতান শাড়ি এদেশের উল্লেখযোগ্য কারুশিল্প। এছাড়া মাটির হাড়ি, পাতিল, কলস, পিতল ও কাঁসার থালা, লোহার তৈরি দা, কুড়াল, খন্তা, কাস্তে, কড়াই সবই বাংলাদেশের কারুশিল্প।
আশা করি “বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প বলতে কী বোঝায়?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ