আমদানি বিকল্প শিল্প কাকে বলে? ফার্ম কি শিল্প হতে পারে?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “আমদানি বিকল্প শিল্প কাকে বলে? ফার্ম কি শিল্প হতে পারে?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
আমদানি বিকল্প শিল্প কাকে বলে?
কোনো দেশ বিদেশ হতে যে সমস্ত দ্রব্য আমদানি করে, সে সমস্ত দ্রব্য নতুন করে আমদানি না করে নিজস্ব প্রযুক্তি ও ব্যবস্থাপনায় দেশের অভ্যন্তরে উৎপাদনের লক্ষ্যে শিল্প স্থাপন করলে ঐ সমস্ত শিল্পকে আমদানি বিকল্প শিল্প বলে।
ফার্ম কি শিল্প হতে পারে?
কিছু শর্ত সাপেক্ষে ফার্ম শিল্প হতে পারে।
একক ব্যবস্থাপনায় পরিচালিত একটি সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী কোনো নির্দিষ্ট কারখানাই ফার্ম। যেমন- বাংলাদেশ সিমেন্ট উৎপাদনকারী ‘মেঘনা সিমেন্ট' নামের কারখানাটি হলো একটি ফার্ম। আবার একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্ম নিয়ে গঠিত হয় শিল্প। যেমন- বাংলাদেশের সকল সিমেন্ট নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ সিমেন্ট শিল্প। একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কেনো পার্থক্য নেই।
আশা করি “আমদানি বিকল্প শিল্প কাকে বলে? ফার্ম কি শিল্প হতে পারে?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"