বয়ন তন্তু কাকে বলে? কৃত্রিম তন্তু সম্পর্কে যা জানো লেখ: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “বয়ন তন্তু কাকে বলে? কৃত্রিম তন্তু সম্পর্কে যা জানো লেখ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
বয়ন তন্তু কাকে বলে?
পোশাক, বস্ত্র বা সুতা তৈরির উপযোগী আঁশগুলোকেই বয়ন তন্তু বলে। বয়ন তন্তুর দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড় হয়। তন্তু যত সূক্ষ্ম হবে, বস্ত্র ততই মসৃণ ও নমনীয় হয়।
কৃত্রিম তন্তু সম্পর্কে যা জানো লেখ
উৎস অনুসারে বয়ন তন্তুকে দুই ভাগে ভাগ করা যায়। তারমধ্যে কৃত্রিম তন্তু অন্যতম। যে তন্তু প্রাকৃতিকভাবে জন্মায় না, মানুষ প্রাকৃতিক তন্তুর সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে কিংবা রাসায়নিক দ্রব্য থেকে যেসব তন্তু আবিষ্কার করেছে তাকে কৃত্রিম তন্তু বলে। যেমন- নাইলন, রেয়ন ইত্যাদি। এ তন্তুর বস্ত্র হালকা, মজবুত নমনীয় ও দীর্ঘস্থায়ী হয়। এছাড়া এ ধরনের তন্তুর উজ্জ্বলতা বাড়ানো-কমানো যায়।
আশা করি “বয়ন তন্তু কাকে বলে? কৃত্রিম তন্তু সম্পর্কে যা জানো লেখ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ