ভ্যাক্সিন কী? | ‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”- ব্যাখ্যা করো- বিস্তারিত

ভ্যাক্সিন কী? ‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”- ব্যাখ্যা করো:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ভ্যাক্সিন কী? ‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”- ব্যাখ্যা করো বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ভ্যাক্সিন কী? ‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”

ভ্যাক্সিন কী? 

ভ্যাক্সিন বা টিকা হলো এক প্রকার জৈব যৌগ যা মূলত মানুষের অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাকে দেহাভ্যন্তরে সচল করতে ব্যবহৃত হয়।

‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”- ব্যাখ্যা করো

কর্ডেট প্রাণীর তিনটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিস্থাপক নটোকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকা রন্ধ্র। এসব বৈশিষ্ট্য সবধরনের কর্ডেট প্রাণীর জীবনের যে কোনো দশায় কিংবা আজীবন পাওয়া যায়। 
কিন্তু Chordata পর্বের Vertebrata উপপর্বে ভ্রূনাবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা কশেরুকা নির্মিত মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, যা Chordata পর্বের Urochordata ও Cephalochordata নামক দুই উপপর্বে দেখা যায় না। তাই বলা যায় সকল মেরুদণ্ডী প্রাণীই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়।

আশা করি ভ্যাক্সিন কী? ‘সকল মেরুদণ্ডী প্রাণিই কর্ডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়”- ব্যাখ্যা করোএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন