হিসাববিজ্ঞানের প্রথা বা নীতি কি? হিসাববিজ্ঞানের মৌলিক উপাদানগুলো : আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “হিসাববিজ্ঞানের প্রথা বা নীতি কি? হিসাববিজ্ঞানের মৌলিক উপাদানগুলো ” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
হিসাববিজ্ঞানের প্রথা বা নীতি কি?
হিসাববিজ্ঞানের প্রথা বা নীতি হচ্ছে সাধারণভাবে প্রচলিত রীতি যা হিসাব বিররণী প্রস্তুতকালে ব্যবহারিক ক্ষেত্রে হিসাববিজ্ঞানীদের কার্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হিসাব সংক্রান্ত কার্যাবলী সুষ্ঠুভাবে সমাধান করার জন্য ব্যবহারিক ক্ষেত্রে যে সব রীতি ও আচরণ বিধি মেনে চলা হয় তাকে হিসাববিজ্ঞান প্রথা বা নীতি বলে।
হিসাববিজ্ঞানের মৌলিক উপাদানগুলো
একটি ব্যবসা বা প্রতিষ্ঠান হিসাববিজ্ঞানের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে। যেমন: আয়, খরচ, সম্পত্তি এবং দায় ইত্যাদি সংক্রান্ত হিসাব। এগুলােকে হিসাববিজ্ঞানের মৌলিক উপাদান বলা হয়। নিচে এ মৌলিক উপাদানগুলােকে সংক্ষেপে বর্ণনা করা হল:
আয় (Income) : পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রয় করে যা অর্জন করা হয় তাকে আয় বলে। এই অর্জনকে টাকায় প্রকাশ করা হয়। যেমন: মিষ্টি দোকানদার মিষ্টি বিক্রয় করে ১০০ টাকা অর্জন করল। এই ১০০ টাকাই তাঁর আয়।
খরচ (Expense) : পণ্য দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনের জন্য সম্পত্তির ক্ষয়কে খরচ বলা হয়। যেমন : মিষ্টি দোকানদার মিষ্টি তৈরি করতে চিনি, ছানা, ঘি ইত্যাদি ব্যবহার করেন। চিনি, ছানা ও ঘি এর মূল্যকে মিষ্টি দোকানদারের খরচ বলা হবে।
সম্পত্তি (Assets) : প্রতিষ্ঠানের আওতাধীন মূল্যবাহী বস্তুকে সম্পত্তি বলা হয়, যাহা প্রতিষ্ঠানের দেনা পরিশােধের কাজে লাগে। যেমন: বাড়ি, গাড়ি, ব্যাংকে জমা টাকা, নগদ টাকা, আসবাবপত্র এবং মজুদমাল ইত্যাদি।
দায় (Liabilites) : কোন প্রতিষ্ঠানের নিকট অপরের কোন পাওনাকে উক্ত প্রতিষ্ঠানের দায় বলে। যেমন: মিতালী ট্রেডার্স ১০০ টাকার পণ্য সােনালী ট্রেডার্সের নিকট থেকে বাকিতে ক্রয় করল। এখানে মিতালী ট্রেডার্সের একটি দায় সৃষ্টি হলাে। এটি স্বল্প মেয়াদী দায়। দায় দীর্ঘ মেয়াদীও হতে পারে। যেমন- মূলধন।
নীট মুনাফা (Net Profit) : ব্যয় অপেক্ষা আয় বেশি হলে নীট মুনাফা হয়।
নীট ক্ষতি (Net Loss) : ব্যয় অপেক্ষা আয় কম হলে নীট ক্ষতি হয়।
আশা করি “হিসাববিজ্ঞানের প্রথা বা নীতি কি? হিসাববিজ্ঞানের মৌলিক উপাদানগুলো ”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"