ত্রয়ী সূত্র কি? | সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?- বিস্তারিত

ত্রয়ী সূত্র কি? সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ত্রয়ী সূত্র কি? সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ত্রয়ী সূত্র কি? | সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?

ত্রয়ী সূত্র কি?

উত্তরঃ "রাসায়নিকভাবে সদৃশ প্রতি ৩টি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অপর মৌল দুটির পারমাণবিক ভরের গড় হয়"- এটিই ডোবেরাইনার ত্রয়ী সূত্র।

 সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?

উত্তরঃ সিলিকন মৌলের সংকেত Si পারমাণবিক সংখ্যা 14 এবং ইলেকট্রন বিন্যাস 2, 8, 4।

আমরা জানি, পরমাণুসমূহের ইলেকট্রন আদান-প্রদানের ফলে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নসমূহের মধ্যকার বৈদ্যুতিক আকর্ষণ বলই আয়নিক বন্ধন।

আয়নিক বন্ধনের মাধ্যমে Si এর অষ্টক পুরন করতে হলে 4টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয়। প্রকৃতপক্ষে 4টি ইলেকট্রন বর্জন বা গ্রহণ করা অনেক উচ্চ শক্তি সাপেক্ষ এবং অসম্ভব। তাই Si সর্বদা 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে

আশা করি ত্রয়ী সূত্র কি? সিলিকন আয়নিক বন্ধন গঠন করে না কেন?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন