ছোঁয়াচে রোগ কাকে বলে? এইডস রোগ কি কারণে হয়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ছোঁয়াচে রোগ কাকে বলে? এইডস রোগ কি কারণে হয়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ছোঁয়াচে রোগ কাকে বলে?
যেসব রোগ রোগীর সংস্পর্শের মাধ্যমে, যেমন- হাঁচি, কাশি, থুথু দ্বারা অন্যের দেহে বিস্তার লাভ করে তাকে ছোঁয়াচে রোগ বলে। যেমন : যক্ষ্মা, কুষ্ঠ রোগ ইত্যাদি।
এইডস রোগ কি কারণে হয়?
নিম্নলিখিত কারণে একজন সুস্থ ব্যক্তি এই ঘাতক রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। যেমন-
(১) এইডস আক্রান্ত পুরুষ ও মহিলার যৌন মিলনের মাধ্যমে এই রোগ হয়।
(২) দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, বড় অস্ত্রোপাচার, রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া ইত্যাদি অবস্থায় এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালন করলে এইডস রোগ হয়।
(৩) এইডস আক্রান্ত বাবা-মায়ের সন্তান এইডস রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডস রোগে আক্রান্ত হতে পারে।
(৪) HIV জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সূঁচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে।
(৫) আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপনে এ রোগ হয়।