ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? | উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?- বিস্তারিত

ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? | উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?

ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? 

যে যন্ত্র সজ্জায় একটি গলিত বা দ্রবীভূত তড়িৎবিশ্লষ্য পদার্থের মধ্যে বাহ্যিক উৎস থেকে তড়িৎ প্রবাহিত করলে পদার্থটি বিশ্লেষিত হয়ে একাধিক নতুন পদার্থে পরিণত হয় তাকে ইলেকট্রোলাইটিক সেল বলে।

উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?

যে তড়িৎকোষ হতে অল্প পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে এবং ঐ কোষে সংঘটিত বিক্রিয়া সর্বদা সাম্যাবস্থায় থাকে এবং বাহ্যিক তড়িচ্চালক বল প্রয়ােগে বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করা যায় এবং এর ফলে কোষটির বিক্রিয়াও বিপরীত দিকে ঘটতে থাকে, তাকে উভমুখী বা পরাবর্ত কোষ বলে।

আশা করি ইলেকট্রোলাইটিক সেল কাকে বলে? উভমুখী বা পরাবর্ত কোষ বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন