রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? | রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি? - বিস্তারিত

রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?

রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? 

যে প্রক্রিয়ার মাধ্যমে একটি অজানা লবণের বা যৌগের গুণগত ও পরিমাণগত দিক সম্পর্কে সম্যক জানা যায় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলে। 

রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?

রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। যথাঃ-

১. গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ ।
২. পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ।

১। গুণগত বিশ্লেষণঃ কোনো পদার্থ বা বস্তু কি কি পরমাণু দ্বারা গঠিত তা যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে গুণগত বিশ্লেষণ বলে। যেমন : গ্লুকোজকে বিশ্লেষণ করে দেখা গেল যে, যৌগটি কার্বন (C), হাইড্রোজেন (H) এবং অক্সিজেন (O) দ্বারা তৈরি। এই বিশ্লেষণ হলো গুণগত বিশ্লেষণ।

২। মাত্রিক বিশ্লেষণঃ যে প্রক্রিয়ায় কোন যৌগের বা মিশ্রণের কোন নির্দিষ্ট উপাদান বা বিভিন্ন উপাদানের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা হয় তাকে মাত্রিক বিশ্লেষণ বলে। মাত্রিক বিশ্লেষণ প্রধানত দুই প্রকার। যথা- (ক) আয়তনিক বিশ্লেষণ এবং (খ) ওজনমাত্রিক বিশ্লেষণ।

আশা করি রাসায়নিক বিশ্লেষণ কাকে বলে? রাসায়নিক বিশ্লেষণ কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন