পাউডার মেটালার্জি কাকে বলে? | পাউডার মেটালার্জির সুবিধা- বিস্তারিত

পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জির সুবিধা:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জির সুবিধা” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পাউডার মেটালার্জি কাকে বলে? | পাউডার মেটালার্জির সুবিধা

পাউডার মেটালার্জি কাকে বলে? 

ধাতুবিদ্যার যে শাখায় ধাতুর পাউডার প্রস্তুতি এবং সে পাউডার থেকে নির্দিষ্ট তাপ ও চাপ প্রয়ােগে মানুষের সেবা উপযােগী যন্ত্রপাতি বা কাঙ্ক্ষিত কাৰ্যবস্তু তৈরি ও তাদের বৈশিষ্ট্য নিয়ে আলােচনা করা হয়, তাকে পাউডার মেটালার্জি (Powder Metallurgy) বলে।

পাউডার মেটালার্জির সুবিধা

পাউডার মেটালার্জির সুবিধাগুলাে নিচে তুলে ধরা হলোঃ
  • এমন সব দ্রব্য যা অন্য কোন পদ্ধতিতে তৈরি করা যায় না, তা এ পদ্ধতিতে তৈরি করা যায়।
  • ধাতব ও অধাতব পাউডার এর মিশ্রণ দিয়েও দ্রব্য তৈরি করা যায়।
  • জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়।
  • বহুল উৎপাদনের ক্ষেত্রে এ পদ্ধতির সুবিধা বেশি।
  • দক্ষ শ্রমিকের প্রয়ােজন হয় না।
  • উৎপাদিত কাৰ্যবস্তু অত্যন্ত মসৃণ ও সুন্দর হয়।
  • এ পদ্ধতিতে ধাতব উপাদান এবং অনুপাত সঠিক রাখা যায়।
  • এ পদ্ধতিতে তৈরি দ্রব্যের কোন মেশিনিং প্রয়ােজন হয় না।

আশা করি পাউডার মেটালার্জি কাকে বলে? পাউডার মেটালার্জির সুবিধাএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন