কম্পোনেন্ট সফটওয়্যার কি? | ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখ- বিস্তারিত

কম্পোনেন্ট সফটওয়্যার কি? ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা কম্পোনেন্ট সফটওয়্যার কি? ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

কম্পোনেন্ট সফটওয়্যার কি? ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখ

কম্পোনেন্ট সফটওয়্যার কি? 

কম্পোনেন্ট সফটওয়্যার হলো কোন সফটওয়্যারের ছোট ছোট অংশ, যা প্রয়োজনবোধে অন্য কোন সফটওয়্যার জুড়ে ব্যবহার করা যায়। বর্তমানে ছোট ছোট মডিউল আকারে সফটওয়্যার রচনা করা যায়, যাতে এক প্রোগ্রামের সামঞ্জস্য মডিউল অন্য প্রোগ্রামে ব্যবহার করা যায়। এই ছোট ছোট মডিউলকে কম্পোনেন্ট সফটওয়্যার বলে।

ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখ

নিম্নে ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হলোঃ

  • একান্ত প্রয়োজন না হলে বাহিরের কোন ডিস্ক ব্যবহার না করা। ডিস্কের মাধ্যমেই ভাইরাস সবচেয়ে বেশি ছড়ায়।
  • বিশেষ প্রয়োজনে বাহিরের ডিস্কেট ব্যবহার করার আগে অবশ্যই আপডেটেড ভাইরাস স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেয়া।
  • ডিস্ক রাইটপ্রটেক্ট না করে অন্য কোন কম্পিউটারে ব্যবহার না করা।
  • সব সময় এন্টিভাইরাস সফ্টওয়্যারের আপডেটেড ভার্সন ব্যবহার করা।
  • অধিকাংশ ভাইরাস সাধারণত .com এবং .exe ফাইলকে আক্রান্ত করে থাকে। তাই সব প্রোগ্রামের com এবং exe ফাইলসমূহকে Read Only করে রাখা।
  • মাঝে মাঝে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। ইন্টারনেট, বিবিএস ব্যবহারে সতর্ক হওয়া। ভাইরাস স্ক্যানিং করে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা। ই - মেইলের অপরিচিত এটাচমেন্ট ফাইল খোলার ব্যাপারে সতর্ক হওয়া।
  • অযথা অপ্রয়োজনীয় ফ্রি সফ্টওয়্যার কিংবা ডেমো সফ্টওয়্যার ব্যবহার না করা।
  • কম্পিউটার স্টার্টআপে ভাইরাস প্রতিরক্ষক গার্ড সক্রিয় রাখা।

আশা করি কম্পোনেন্ট সফটওয়্যার কি? ভাইরাস নিরসন ও প্রতিরোধের উপায়গুলো লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন