নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি? - বিস্তারিত

নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?

নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?

নোটবুক ও নেটবুকের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ


নোটবুক


১. প্রসেসর উচ্চ ক্ষমতাসম্পন্ন।

২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে কম।

৩. তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।

৪. মনিটর ও কীবোর্ড পূর্ণ আকারের হয়ে থাকে।

৫. দাম তুলনামূলক বেশি।

৬. ওজন ও আকৃতি অপেক্ষাকৃত বেশি ও বড়।

৭. অপটিক্যাল ড্রাইভ (ডিভিডি/ব্লু-রে) থাকে।


নেটবুক


১. ওজন তুলনামূলকভাবে প্রসেসর কম ক্ষমতাসম্পন্ন।

২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে বেশি।

৩. তুলনামূলকভাবে বিদ্যুৎ কম খরচ হয়।

৪. মনিটর ও কীবোর্ড অপেক্ষাকৃত ছোট।

৫. দাম তুলনামূলক কম।




আশা করি নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন