নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?
নোটবুক ও নেটবুকের মধ্যে পার্থক্য নিম্নে দেওয়া হলোঃ
নোটবুক
১. প্রসেসর উচ্চ ক্ষমতাসম্পন্ন।
২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে কম।
৩. তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।
৪. মনিটর ও কীবোর্ড পূর্ণ আকারের হয়ে থাকে।
৫. দাম তুলনামূলক বেশি।
৬. ওজন ও আকৃতি অপেক্ষাকৃত বেশি ও বড়।
৭. অপটিক্যাল ড্রাইভ (ডিভিডি/ব্লু-রে) থাকে।
নেটবুক
১. ওজন তুলনামূলকভাবে প্রসেসর কম ক্ষমতাসম্পন্ন।
২. ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে বেশি।
৩. তুলনামূলকভাবে বিদ্যুৎ কম খরচ হয়।
৪. মনিটর ও কীবোর্ড অপেক্ষাকৃত ছোট।
৫. দাম তুলনামূলক কম।
আশা করি “নোটবুক ও নেটবুক এর মধ্যে পার্থক্য কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ