মাল্টিথ্রেডিং অপারেটিং সিস্টেম কাকে বলে? উইন্ডোজ বলতে কী বোঝায়?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “মাল্টিথ্রেডিং অপারেটিং সিস্টেম কাকে বলে? উইন্ডোজ বলতে কী বোঝায়?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
মাল্টিথ্রেডিং অপারেটিং সিস্টেম কাকে বলে?
যে অপারেটিং সিস্টেম প্রোগ্রামের বিভিন্ন অংশকে একত্রে চালনা করে থাকে তাকে মাল্টিথ্রেডিং অপারেটিং সিস্টেম বলা হয়। যেমন- Linux, Unix এবং Windows 2000।
উইন্ডোজ বলতে কী বোঝায়?
মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কম্পিউটার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন ১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ প্রোগ্রামটি বাজারজাত করে। প্রোগ্রামটি ১৯৯৫ সালের আগস্ট মাসে উইন্ডোজ-৯৫ হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর ১৯৯৮ সালে উইন্ডোজ ৯৮ নতুন সংস্করণ হিসেবে বাজারজাত করেন। বর্তমানে Windows 2000, Me, windows XP, VISTA নামেও অপারেটিং সফটওয়্যার পাওয়া যাচ্ছে। উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ একটি অপারেটিং সিস্টেম। এটি এমন একটি অপারেটিং সিস্টেম, যা একের মধ্যে সকল কাজের যোগান দেয়।