সরলাক্ষ কাকে বলে? | সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?- বিস্তারিত

সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?

সরলাক্ষ কাকে বলে?

সকল দ্বৈত প্রসারক কেলাসের এমন একটি নির্দিষ্ট অভিমুখ থাকে যে দ্বৈত প্রতিসরণ দ্বারাই আলোক প্রতিসৃত হয়। কেলাসের ঐ অভিমুখকে সরলাক্ষ বলে।


সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?

সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয় :

অসমবর্তিত আলোক

  • স্বাভাবিক আলোক তরঙ্গ যা এর গতির অভিমুখের সাথে লম্বভাবে চারিদিকে সমান বিস্তারে কম্পিত হয়, তাকে অসমবর্তিত আলোক বলে।
  • অসমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ প্রতি সেকেন্ডে বহুবার পরিবর্তিত হয়।
  • অসমবর্তিত আলোকের কোনো প্রকারভেদ নেই।

সমবর্তিত আলোক

  • একটি তলে বা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোককে সমবর্তিত আলোক বলে।
  • কিন্তু সমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে।
  • সমবর্তিত আলোক তিন প্রকারের হতে পারে। যথাঃ (ক) রেখা সমবর্তন, (খ) বৃত্তীয় সমবর্তন এবং (গ) উপবৃত্তীয় সমবর্তন।

আশা করি সরলাক্ষ কাকে বলে? সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন