ভিস্যাট কি? ভিস্যাট এর সুবিধা কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “ভিস্যাট কি? ভিস্যাট এর সুবিধা কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
ভিস্যাট কি? ভিস্যাট এর সুবিধা কি?
ভিস্যাট হলো স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন (Satellite Ground Station)। Very Small Apperture Terminal এর সংক্ষিপ্ত রূপ হলো VSAT. এর একটি ছোট এন্টেনা থাকে যার ব্যাস ০.৮ থেকে ২.৪ মিটার।
যেখানে তার যোগাযোগ নেই বা বসতি নেই বা বিস্তৃত এলাকায় জনসংখ্যার ঘনত্ব কম সেসব স্থানে ব্যান্ডউইথ (Bandwidth) ডিস্ট্রিবিউট করার উত্তম পদ্ধতি হল ভিস্যাট।
VSAT-এর মাধ্যমে সর্বোচ্চ ২০ মেগাবাইট/সেকেন্ড থেকে ২৫৬ কিলোবাইট/সেকেন্ড ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন সম্ভব। ভিস্যাট এ uplink-এর চেয়ে downlink কিছুটা ধীরগতির।
VSAT যে কোন স্থানে স্থাপন করা সহজ এবং অতি দ্রুত তা করা যায়। যেখানে infrastructure দুর্বল বা ক্ষতিগ্রস্ত, সেখানে VSAT স্থাপন করে সহজে communication করা সম্ভব।