মিলস্কেল কাকে বলে? | বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা - বিস্তারিত

মিলস্কেল কাকে বলে? বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা লিখ:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মিলস্কেল কাকে বলে? বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা লিখ বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মিলস্কেল কাকে বলে? | বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা

মিলস্কেল কাকে বলে?

মিল বা ইন্ডাস্ট্রিতে লৌহজ পদার্থের হট ওয়ার্কিং এর সময় লোহা ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় কার্যবস্তুর উপরিতলে হালকা কালো রংয়ের পাতলা পরতের মত শক্ত যে আয়রন অক্সাইড স্তর সৃষ্টি করে, তাকে ‘মিল স্কেল’ (Mill Scale) বলে।


বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা লিখ।

বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা নিচে তুলে ধরা হলোঃ

বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা

(ক) কম গতিতে ঘর্ষণ অত্যন্ত কম।

(খ) কম লুব্রিকেন্ট ও কম রক্ষণাবেক্ষণ খরচ।

(গ) জার্নাল বিয়ারিং-এর তুলনায় কম অক্ষীয় স্থান এবং বেশি ব্যাস দখল করে।

(ঘ) মুহূর্তে অনেক বেশি লােড গ্রহণ ও শক্তি সরবরাহে সামর্থ।

(ঙ) একই বিয়ারিং রেডিয়াল ও এক্সিয়াল লোড বহনে সক্ষম।

(চ) পরিবর্তন সহজ।

(ছ) তুলনামূলকভাবে সঠিক শ্যাফট অ্যালাইনমেন্ট সম্ভব।

(জ) প্রমাণ সাইজের হওয়াতে বাজারে সহজলভ্য।


বল ও রোলার বিয়ারিং-এর অসুবিধা

(ক) জার্নাল বিয়ারিং-এর তুলনায় বেশি শব্দ হয়।

(খ) জার্নাল বিয়ারিং-এর তুলনায় কার্যকাল সীমিত।

(গ) ব্যয় বহুল এবং স্থাপনের জন্য পর্যাপ্ত সুবিধা দরকার।

(ঘ) কোন রকম পূর্বাভাস ছাড়াই অকেজো হতে পারে।


আশা করি মিলস্কেল কাকে বলে? বল ও রোলার বিয়ারিং-এর সুবিধা ও অসুবিধা লিখএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন